মঙ্গলবার সাতসকালেই হলদিয়ায় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। এদিন হলদিয়ার ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি যাত্রী বোঝাই বাস। বাসের সামনের অংশটি পুকুরে ডুবে যায়। এলাকার লোকজনই ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বাসটি বালুঘাটা থেকে কুকুড়াহাটি যাচ্ছিল। প্রচণ্ড গতিতে ছোটার কারণে চালক কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং বাস উল্টে পুকুরে গিয়ে পড়ে। বাসের সামনের অংশ জলে ডুবতে শুরু করে। ভেতর থেকে আর্তনাদ করে ওঠেন যাত্রীরা। ঘটনা দেখে ছুটে যান স্থানীয়রাই। খবর দেওয়া হয় পুলিশে।
ভেতরে প্রায় ৪৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে অনুমান। তাঁদের মধ্যে ৫-৬ জন মহিলা, ৪ জন শিশুও রয়েছে। বাসটিকে তোলার জন্য ক্রেন নিয়ে আসা হয়েছে। যে কয়েকজনকে উদ্ধার করা গেছে তাঁদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং হলদিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।