এর আগেও শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য নিয়ে বিদ্রুপ করতে দেখা গিয়েছে তাঁকে। এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে ঝাঁঝালো আক্রমণ করলেন মদন মিত্র। বললেন, ‘শুভেন্দু অধিকারীর ডিএনএ টেস্ট করাতে হবে। ও পুরুষ না নারী, আমি দেখতে চাই।’
তিনি আরও বলেন, ‘শুভেন্দু অধিকারী পুজো করে না। ঘুড়ি ওড়ায় না। বিরিয়ানি খায় না। ও যা করে, শুধু লুকিয়ে।’ এরপরই তৃণমূল বিধায়ক বলেন, ‘কে কত সুরা পান করেছে, তার হিসেব রাখা হল ওর কাজ। আমি বিরোধী দলনেতার ডিএনএ টেস্ট করাতে চাই। ওর ডিএনএ টেস্ট করাটা প্রয়োজন। ও পুরুষ না নারী, আমি দেখব। মহিলা পুরুষের ছোঁয়ার পরিবর্তে উনি চাইছেন কোনও পুলিশ (পুরুষ) ওঁকে ধরুক। এর উত্তর জানতেই হবে।’
