সব কিছু ঠিক থাকলে, আগামী বছর শিলিগুড়িতে হতে চলেছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন বিষয়ক শীর্ষ সম্মেলন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত জি-২০ শীর্ষ বৈঠকের নেতৃত্বে থাকবে। সেখানে দেশের বিভিন্ন শহরে একাধিক শীর্ষ বৈঠক হওয়ার কথা।
পর্যটন বিষয়ক আলোচনার জন্য বাছাই করা হয়েছে বঙ্গের দার্জিলিং জেলাকে। বিদেশ মন্ত্রক মনে করছে, দেশের এই প্রান্তে দার্জিলিং জেলাই সমস্ত ধরনের পরিকাঠামোর দিক থেকে সেরা। তাই শিলিগুড়ির নাম চূ়ড়ান্ত করে রাখা হয়েছে।
সূত্রের খবর, শুধু শিলিগুড়ি নয়, দেশের আরও তিনটি জায়গাকে বাছা হয়েছে পর্যটন শীর্ষ বৈঠকের জন্য। সেগুলি হল শ্রীনগর, গোয়া এবং কচ্ছের রণ। সারা বছর ধরে এই চার জায়গায় চারটি বৈঠক হতে পারে। প্রশাসনের অন্দরের আলোচনা, এমন একটি গুরুত্বপূর্ণ পর্যটন বিষয়ক শীর্ষ সম্মেলন দার্জিলিং জেলায় নিয়ে আসার পিছনে রয়েছেন দেশের প্রাক্তন বিদেশসচিব তথা দার্জিলিঙের বাসিন্দা হর্ষবর্ধন শ্রিংলা। তিনি এখন জি-২০ চিফ কো-অর্ডিনেটর।
বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব পর্যায়ের এক অফিসারের কথায়, ‘জি-২০ ভুক্ত দেশের প্রধানদের বৈঠক আগামী বছর ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে। তার আগেই বিভিন্ন শীর্ষ বৈঠক শেষ করা হবে। পর্যটন সংক্রান্ত বৈঠকের জন্য শিলিগুড়ির অদূরে চা বাগান ঘেরা একটি কনভেনশন সেন্টারকে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে।’