তিনি প্রাক্তন সাংবাদিক। রাজনৈতিক মহলেও সুবক্তা হিসাবে সুনাম রয়েছে তাঁর। কিন্তু অনেকেই জানতেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ভাল গানও গাইতে পারেন। এবার পুজোর সামনে এল তাঁর সেই প্রতিভার কথা। শুক্রবার কুমোরটুলি ঘাটে আনুষ্ঠানিক প্রকাশ হল তাঁর গাওয়া গান। ‘ওরে কে কোথায় আছিস বোরোলিন আন…. তেলের দামে, লাগছে ছ্যাঁকা… লাটে উঠছে ঠাকুর দেখা…’ গানে গানে এভাবেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তিনি।
প্রসঙ্গত, টপ্পা এবং র্যাপের ফিউশনে ‘দাম কমিয়ে দে’ গানটি গেয়েছেন কুণাল। যার ছত্রে ছত্রে বিজেপিকে খোঁচা। গানের কথা লিখেছেন প্রীতম দে। সুর দিয়েছেন বিজয় সুরদীপ শীল। গত ২০ আগস্ট দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে গান রেকর্ড করেন কুণাল। গানের কথাও বেশ মজাদার। কুণালের কণ্ঠে শোনা যাচ্ছে— ‘ওরে কে কোথায় আছিস বোরোলিন আন…. তেলের দামে, লাগছে ছ্যাঁকা। লাটে উঠছে ঠাকুর দেখা। গাড়ির ট্যাঙ্ক ফুল্টু ফাঁকা। তেল ভরিয়ে দে, তেল ভরিয়ে দে। নাহলে দাম কমিয়ে দে উমা। নাহলে দাম কমিয়ে দে উমা।’
