দরজায় কড়া নাড়ছে পুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যে অনেকেই ঠিক করে নিয়েছেন কোথায় কোথায় ঘুরতে টসিউড়ির বসাক বাড়ির পুজোদুর্গা পুজোর রীতিনীতির মধ্যে বীরভূমের সদর শহর সিউড়ির বনেদি বাড়ির দুর্গাপুজো বসাক বাড়ির দুর্গাপুজো আলাদা ঐতিহ্য বহন করে। এই পুজো মানেই দুই বাংলার মিলনক্ষেত্র। বনেদি বাড়ির পুজো রীতি রেওয়াজ ওপার বাংলার। আর সেই ওপার বাংলার রীতি রেওয়াজ সযত্নে সিউড়ির এই বসাক বাড়িতে পালিত হয়ে আসছে।
সিউড়ির বসাক বাড়ির পুজোর নাটদালানে বাংলাদেশের হাওয়া। পুজোয় থাকবে ওপার বাংলার আবেগ। এই বাড়িতেই দশভূজার সঙ্গে এক আসনেই পূজিত হন দেবী মনসা। এ বাড়ির পুজোর গায়ে বাংলার প্রাণের সুর। পদ্মার ঢেউ। দেশভাগের ইতিহাস। এ পুজোর গায়ে ওপার বাংলার গন্ধ। বীরভূমের সিউড়ির মালিপাড়ার বসাক বাড়ির পুজোয় সেই আবেগ, আন্তরিকতা।