‘ইউনেস্কোকে ধন্যবাদ জানাই’, শোভাযাত্রা শুরুর আগে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মুখভার আকাশের। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গরম আবহাওয়ার থেকে বৃষ্টি ভালো’।
এর আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেছিলেন, বৃষ্টি ভগবানের আশীর্বাদ। এদিন ১টা ৫০ নাগাদ জোড়াসাঁকোতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুর্গাপুজো আমাদের কাছে একটা আবেগ। পুজো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে শেখায়। মেলবন্ধন ঘটনায়’। আজ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গেল বলেও জানান তিনি। মিছিলের শুরুতেই তিনি ধন্যবাদ জানান ইউনেস্কোকে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত এই মিছিলে অংশ নেয় পুজো কমিটিগুলি। এদিন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
এদিন মিছিলের আড়ম্বর ছিল চোখে পড়ার মতো। জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হয়েছে, যা শেষ হবে রেড রোডে। সেখানে সম্বর্ধনা জানানো হবে ইউনেস্কোর প্রতিনিধিদের। তাঁদের হাতে তুলে দেওয়া হবে দুর্গাপ্রতিমার রেপ্লিকা। মুখ্যমন্ত্রীর আহ্বানে ইউনেস্কোর প্রতিনিধিরা অংশ নেবেন এই শোভাযাত্রাতেও। এদিনের শোভাযাত্রায় অংশ নিয়েছিল বিভিন্ন পুজো কমিটিগুলি। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি সব মিলিয়ে পুজো শুরুর বার্তা বহন করে নিয়ে এল এই মিছিল।