একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা।
দিন দুয়েক আগেই সেখানে ত্রিপুরার সোনামুড়ার কার্যালয় উদ্বোধন করেন সুস্মিতা দেব। ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। এবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক দাবি নিয়ে ত্রিপুরার রাজভবন অভিযান করল যুব তৃণমূল। সামনে থেকে নেতৃত্ব দেন ত্রিপুরার তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুস্মিতা দেব। তবে রাজভবনের সামনেই তাঁদের আটকে দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে রাস্তাতে বসেই প্রতিবাদ দেখাতে থাকেন রাজীবরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে, স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা।
