বর্ণবৈষম্যের করাল ছায়া এবার নেমে এল কলকাতার ময়দানে। ফুটবলে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ বিদেশের মাটিতে প্রায়ই উঠে এসেছে। এবার কলকাতাতেও তেমন ঘটনা দেখা গেল। আইএসএলের ক্লাব বেঙ্গালুরু এফসি-র অভিযোগ, মঙ্গলবার ডুরান্ড কাপের ম্যাচে তাদের এক ফুটবলারকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে বিপক্ষ দলের তরফে। বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানিয়েছে। তবে সংশ্লিষ্ট ফুটবলারের নাম জানানো হয়নি। মঙ্গলবার ডুরান্ড কাপের ম্যাচে ভারতীয় বিমানবাহিনীর মুখোমুখি হয় বেঙ্গালুরু। ম্যাচটি ৪-০ ব্যবধানে জেতে তারা। সেই ম্যাচেই বিপক্ষের এক ফুটবলার বেঙ্গালুরুর ফুটবলারের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ।
এরপরই টুইটারে বেঙ্গালুরুর তরফে এক বিবৃতিতে লেখা হয়েছে, “মঙ্গলবার বিকেলে আমাদের এক ফুটবলারকে বিপক্ষের তরফে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের বার্তা খুব স্পষ্ট, ফুটবল সবার জন্য। এখানে ভেদাভেদের কোনও জায়গা নেই।” উল্লেখ্য, ক’দিন আগেইপিএলে টটেনহ্যাম হটস্পার বনাম চেলসি ম্যাচে টটেনহ্যামের ফুটবলার সন হিউং মিনের উদ্দেশে বর্ণবিদ্বেষী আচরণ করেছিলেন এক সমর্থক। তদন্ত করে তাঁকে আজীবন নির্বাসিত করা হয়েছে। অন্যান্য লিগগুলিতেও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কঠোর মনোভাব নেওয়ার উদাহরণ প্রচুর কিন্তু এখানে সরাসরি অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর একটি দলের বিরুদ্ধে। যা নিয়েই ঘনীভূত বিতর্ক।