স্বাধীনতা দিবস পেরিয়ে গেল। অথচ প্রতিশ্রুতিমতো ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসল না। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নেতাজির নাম নিয়ে ধাপ্পাবাজি করার অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস।
দেশনায়কের ১২৫ তম জন্মবার্ষিকীর ঠিক প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ইন্ডিয়া গেটে নেতাজির বিরাট গ্রানাইটের মূর্তি বসানো হবে। যতদিন তা তৈরি না হয়, ততদিন পর্যন্ত সেখানে থাকবে একটি ‘হলোগ্রাম স্ট্যাচু’। ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে মোদী তার উদ্বোধনও করেন। ক’দিন বাদে সেটিও উধাও হয়ে যায়। সে নিয়েও তৃণমূল এবং বিজেপির মধ্যে একপ্রস্থ রাজনৈতিক টানাপোড়েন চলেছে।
এদিকে ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির ডিরেক্টর অদ্বৈত গদানায়ককে দেওয়া হয় নেতাজির গ্রানাইটের মূর্তিটি তৈরির ভার। দায়িত্ব পেয়েই গদানায়ক জানিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মূর্তি স্থাপনের কথা ঘোষণা করা মাত্র কাজ শুরু হয়েছে। সব ঠিক থাকলে ১৫ আগস্টের আগে সেটা তৈরি হয়ে যাবে। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে, ১৫ আগস্টের আগে সেই মূর্তি তৈরি তো হয়ইনি, এ নিয়ে কেন্দ্রের তরফে কোনও উচ্চবাচ্যও করা হচ্ছে না। সেটা নিয়েই সরব হয়েছে তৃণমূল।
দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় অভিযোগ করেছেন, ‘নেতাজিকে নিয়েও ধাপ্পা দিতে ছাড়ছে না কেন্দ্র। এটা ধাপ্পাবাজের সরকার, জুমলাবাজি এদের কাজ। ভারতের কোটি কোটি মানুষ নেতাজিকে আদর্শ মনে করেন। নেতাজি আন্দামানে ভারতের ভুখণ্ড দখল করে শহিদ এবং স্বরাজ দ্বীপ নামকরণ করেন। এই সরকার সেটাও বদলে দিয়েছে। এরা নেতাজির সব ফাইলও প্রকাশ্যে আনেনি। ফের নেতাজিকে নিয়ে ধাপ্পাবাজি করছে’।