আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান করবে বিজেপি। এবার পদ্ম শিবিরের সেই কর্মসূচিকেই কটাক্ষ করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। বারাসতে দলের কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছিলেন, নবান্ন অভিযানে বিজেপি ঝান্ডার নীচে ডান্ডা রাখবে। এবার তারই পালটা দিয়ে চিরঞ্জিৎ বললেন, ডান্ডা ফান্ডায় কোনও লাভ নেই।
উত্তর বারাসতে মঙ্গলবার সন্ধ্যায় দলের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘এখানে ডান্ডা ফান্ডায় কোনও লাভ নেই। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে এখন যদি লোকসভা নির্বাচন হয় তাহলে ৪২ এ ৩৫ টি আসনই তৃণমূল কংগ্রেসের হবে। কাজেই আমাদের কোনও চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় টপে আছেন। এই ঝান্ডা ডান্ডায় কিচ্ছু হবে না। ওরা খেলুক ডান্ডা নিয়ে, কী খেলে দেখি। আমরা ভদ্র সভ্য খেলা খেলব। সুকান্ত মজুমদারের এই কথায় মানুষের কিছু এসে যায় না।’
