বেফাঁস মন্তব্যের করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার বারাসতে বাইক মিছিল করে বিজেপি। সেখানে বাইক চালাতে দেখা যায় সুকান্তকে। র্যালি শেষে জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি। সেখান থেকে দলীয় কর্মী-সমর্থকদের মিছিলে যোগ দেওয়ার ডাক দেন সুকান্ত। পাশাপাশি তিনি বলে বসেন, “সকলে ঝান্ডা নেবেন, ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন। ডান্ডা-ঝান্ডা নিয়ে নবান্ন অভিযান করব আমরা।”
স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যের সমালোচনা করেছে তৃণমূল। নিন্দায় সরব হন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। “প্ররোচনামূলক মন্তব্য। বাম জমানায়, পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক আন্দোলন করেছে তা দেখে ওদের শেখা উচিত। যদি আন্দোলন করতে হয় তাহলে বাংলার বকেয়া মেটানোর জন্য আন্দোলন করুক। গোষ্ঠীবাজিতে বিদীর্ণ একটা দল। সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। প্রচারে থাকতে এসব বলছেন উনি”, বলেন কুণাল।