মেঘালয় রাজ্য বিজেপি সহ-সভাপতি বার্নার্ড মারাক ওরফে রিম্পুর ফার্ম হাউস থেকে মিলল বিপুল পরিমাণে বিস্ফোরক সহ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে বিজেপি নেতার ফার্ম হাউসে এদিন অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক সামগ্রী। তার মধ্যে রয়েছে ৩৫ টি জেলটিন স্টিক, ১০০টি ডেটোনেটর, সহ বিপুল পরিমান বিস্ফোরক।
মঙ্গলবার সন্ধে ৭.১৫ মিনিট নাগাদ হাপুর জেলায় তাঁকে গ্রেফতার করা হয়। মেঘালয়ের সহ-সভাপতিকে যোগী রাজ্যের পুলিশ গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশে গা-ঢাকা দিয়েছিলেন রিম্পু। মেঘালয়ে তাঁর খামারবাড়ির আড়ালে যৌনপল্লি চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এর আগে মেঘালয় পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশকে রিম্পুর সম্পর্কে অবগত করা হয়। উত্তরপ্রদেশে ওঁর খোঁজ মেলে। পশ্চিম গারো পাহাড় জেলার পুলিশ সুপার বিবেকানন্দ সিং জানিয়েছেন, আমরা সূত্র মারফত জানতে পারি, তিনি হাপুরের দিকে যাচ্ছেন। আমরা হাপুর পুলিশকে খবর দিই। তার ৩০ মিনিটের মধ্যে তাঁকে আটক করা হয়।
মঙ্গলবারই রিম্পুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেঘালয়ের আদালত। গত শনিবার মেঘালয় পুলিশের বিশেষ অভিযান চলে নেতার ফার্মহাউসে। আগে জঙ্গি ছিলেন রিম্পু। বর্তমানে রাজ্য বিজেপির পদাধিকারী। আর তাঁর খামারবাড়ি-ই কি না মধুচক্রের আসর! ২২ জুলাই পুলিশ পশ্চিম গারো পাহাড় জেলার সদর দফতর তুরার উপকণ্ঠে ইডেনবাড়িতে অবস্থিত খামারবাড়ি থেকে ৪০০ বোতল মদ এবং ৫০০ প্যাকেট অব্যবহৃত কন্ডোম এবং গর্ভনিরোধক ট্যাবলেট উদ্ধার করেছে। সেই সঙ্গে খামারবাড়ি থেকে পাঁচ নাবালককেও উদ্ধার করা হয় এবং ৭৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়।