১৮ জুলাই শুরুর দিন থেকেই সংসদের বর্ষাকালীন অধিবেশন গোলমালের জেরে বারে বারে স্থগিত হয়েছে। দশম দিনে এসে দু’দিনের জন্য স্থগিত করে দেওয়া হল রাজ্যসভা ও লোকসভার অধিবেশন।
আজ সংসদের দুই কক্ষেই বিরোধীরা শুরু থেকেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে শোরগোল শুরু করে। সরকারের কাছ থেকে স্পষ্ট আশ্বাস না মেলায় বিরোধীরা সভার কাজে বাধা সৃষ্টি করলে দুই কক্ষই ১ অগাস্ট বেলা ১১’টা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
আজও সংসদের ভিতরে ও বাইরে বিজেপি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর রাষ্ট্রপত্নী মন্তব্য নিয়ে সরব হয়। রাজ্যসভায় অধীরের হয়ে মুখ খোলেন কংগ্রেসের দলনেতা মল্লিকার্জন খাড়গে। তিনি বলেন, বিজেপি জোর করে অধীর চৌধুরীর কথাকে ইস্যু করতে চাইছে। মুখ ফসকে বলে ফেলা শব্দটির জন্য ভুল স্বীকার করার পরও বিজেপি জলঘোলা করছে। অন্যদিকে, সরকারের তরফে আজ আসরে নামেন আইনমন্ত্রী কিরেন রিজেজু। তিনি বলেন, অধীরকে ক্ষমা চাইতেই হবে। এটা রাষ্ট্রের অবমাননার সমান। অধীর এদিন অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে বিজেপি সংসদে সরব হচ্ছে। অথচ তাঁকে সংসদে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।
