স্কুলের মধ্যেই একসঙ্গে বসে অদ্ভুত সুরে কাঁদছে, অকারণে চিৎকার করছে ছাত্রীরা। কেউ কেউ আবার পাগলের মতো মাথাও ঝাঁকিয়ে চলেছে! দিনের পর দিন এমনই চাঞ্চল্যকর কাণ্ড ঘটে চলেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের সরকারি স্কুলে।
বাগেশ্বর জেলার রাইখুলি গ্রামের এক জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিমলাদেবীর দাবি, এর পিছনে রয়েছে গণ-হিস্টিরিয়া। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনা প্রথমবার দেখা যায় গত মঙ্গলবার। সেদিন এই ধরনের অদ্ভুত আচরণ করতে দেখা যায় এক ছাত্র সহ কয়েকজন ছাত্রীকে। এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে অভিভাবকদের ডেকে পাঠানো হয় স্কুলে। তাঁরা এসে একজন পুরোহিতকে ডেকে আনেন। তারপরেই সব স্বাভাবিক হয়, জানিয়েছেন প্রধান শিক্ষিকা।
এরপর আবার বৃহস্পতিবার একই ঘটনা ঘটে। বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতেই আবার একই ঘটনা ঘটে। অভিভাবকদের দাবি, স্কুল চত্বরে পুজো করা হোক। কোমল রাওয়াত নামে এক ছাত্রীর দাবি, ক্লাসরুমের অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে পরিবেশ খুবই ভীতিপ্রদ, তা থেকেই আতঙ্ক ছড়িয়েছে।
এখনও পর্যন্ত একাধিক পড়ুয়ার এই অদ্ভুত আচরণের ব্যাখ্যা না মিললেও, সাইকোলজিস্টদের বিশ্বাস, এটি এক প্রকারের গণ-হিস্টিরিয়া। যে সামাজিক পরিবেশে ওই পড়ুয়ারা বেড়ে উঠেছে, তার প্রত্যক্ষ প্রভাব রয়েছে এই ঘটনায়। প্রার্থনার সাহায্যে অশুভ শক্তির বিনাশ বা এই জাতীয় ঘটনা ছোট থেকেই দেখতে অভ্যস্ত পাহাড়ি অঞ্চলের শিশুরা, তার ফলে এমন গণ-হিস্টিরিয়ার ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয় বলেই মনে করছেন তাঁরা।