হাসপাতালে ঢোকার সময় বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য মন্ত্রিত্ব হারানো পার্থ চট্টোপাধ্যায়ের। মাস্ক নামিয়ে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’। এর পরই তাঁকে হাসপাতালে ঢোকানো হয়। হুইলচেয়ারে করেই হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় তাঁকে।
শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থকে। পথে মা উড়ালপুলে পার্থকে নিয়ে যাওয়া গাড়ি কিছু ক্ষণের জন্য দাঁড়ায়। সেখানে তাঁকে একাধিক প্রশ্ন করা হলেও তাঁর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখে মাস্ক পরে গাড়ির ভিতরে চুপ করে বসে থাকেন তিনি।
কিন্তু হাসপাতালে ঢোকার মুখে নীরবতা ভাঙেন পার্থ। হুইলচেয়ারে বসেই মুখ থেকে মাস্ক নামিয়ে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’। গ্রেফতারির পর ৭ দিন পেরিয়েছে। এতদিন নীরবই ছিলেন তিনি। আত্মপক্ষ সমর্থনের চেষ্টাও করেননি। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভা ও তৃণমূলের সমস্ত পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তার ঠিক পরেরদিনই মুখ খুললেন পার্থ। যদিও কার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তিনি করলেন তা স্পষ্ট নয়।
এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এই কথাটা বলতে ছ’ দিন সময় কেন লাগল? উনি এতদিন কেন কিছু বললেন না? গ্রেফতারির পরই বলা উচিত ছিল। এবার কিছু বললে তা আইনি পথে বলতে হবে’।