এবার বিরোধীরা মেয়ের কীর্তিকলাপ ফাঁস করতেই ফের মুখ পুড়ল কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানির। সম্প্রতি জনৈক মৃত ব্যক্তির নামে পানশালার লাইসেন্স পুনর্নবীকরণ করার অভিযোগ উঠেছে স্মৃতি-কন্যা জোয়িশ ইরানির রেস্তরাঁর বিরুদ্ধে। উত্তর গোয়ার ‘সিলি সোলস ক্যাফে অ্যান্ড বার’ নামের একটি পানশালা রয়েছে জোয়িশের। ১৮ বছর বয়সেই তিনি এই পানশালার মালকিন। কিন্তু এই পানশালা তাঁর নিজের নামে নয়। বরং ভুয়ো লাইসেন্স ব্যবহার করেই তিনি এই পানশালাটি চালান, এমনই অভিযোগ করেছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। ইতিমধ্যেই ইরানি-কন্যার পানশালাকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে গোয়ার আবগারি দফতর। যে ব্যক্তির নামে আসল লাইসেন্সটি ছিল তিনি মুম্বইয়ের ভিলে পার্লের বাসিন্দা ছিলেন। লাইসেন্সের মালিক অ্যান্টনি ডিগামার মৃত্যু হয়েছে ২০২১ সালের ১৭ মে মাসে। এক আইনজীবীর অভিযোগ অনুযায়ী নথিপত্র জাল করে লাইসেন্স পেয়েছেন জোয়িশ।
এ নিয়ে স্মৃতি জানিয়েছেন, তাঁর মেয়ের দোষ হল— ২০১৪ ও ২০১৯ সালে ওঁর মা রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। শুধু তা-ই নয়, জোয়িশ এই নামের কোনও রেস্তরাঁর মালকিন নয় বলেও দাবি মোদীর মন্ত্রীর। তবে পবন খেরা এই প্রসঙ্গে একটি টুইট করেছেন। পবনের দাবি, নেটমাধ্যমে স্মৃতি তাঁর মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। নতুন রেস্তরাঁ খুলেছেন বলে অভিনন্দনও জানিয়েছিলেন জোয়িশকে। প্রমাণ-সহ টুইট করে পবন জানান, স্মৃতি মিথ্যা কথা বলছেন। মেয়েকে অভিনন্দন জানানোর সময় মিথ্যা কারণ দেখিয়েছেন নয়তো তিনি এখন মেয়ের দোষ আড়াল করার জন্য মিথ্যা বলছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ স্মৃতির বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তাঁকে যেন অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বভার থেকে মুক্ত করা হয়। আবার, প্রশান্ত প্রতাপ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োতে জনৈক এক খাদ্যপ্রেমী জোয়িশকে সেই রেস্তরাঁর মালকিন হিসাবেই সম্বোধন করেছেন।
