বৃহস্পতিবার রাতে সিপিএমের মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধল বেলঘরিয়ায়। মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নাম করে বাবা তুলে স্লোগান উঠতেই মিছিলের সামনে পৌঁছে যান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিপিএমের মিছিলের সামনে ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিম-মদন মুখোমুখি হওয়ার পরেই বিটি রোডে তীব্র উত্তেজনা তৈরি হয়।
এ নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ মদন বলেন, ‘চৌত্রিশ বছরের সেই গাল কাটা, নাক কাটাগুলো আবার এক হয়ে গেছে। আর দেখলাম পুলিশের কোলে, সিপিএম দোলে। সমস্ত সিপিএমের ক্রিমিনালগুলোকে পুলিশ প্রোটেকশন দিয়েছে।’ তিনি জানান, ‘আমার সঙ্গে তিন জন ছেলে ছিল। হঠাৎ দেখলাম সিপিএমের মিছিল থেকে দেড়শো ছেলে ডান্ডা নিয়ে মার মার করতে করতে তেড়ে এল। ডান্ডাগুলোর মাথায় আংটা লাগানো আঁকশির মতো। পুলিশ তখন ছেড়ে দিচ্ছে যাতে আমাদের ওপর আক্রমণ করতে পারে।’
কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের অভিযোগ, ‘রাস্তায় জ্যাম দেখে পুলিশকে জিজ্ঞেস করি, কী হয়েছে? পুলিশ বলে, সিপিএমের মিছিল আসছে। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমার নাম করে, বাবা তুলে স্লোগান দিচ্ছে। তখনই আমি সামনে যাই।’