লিজ নয়, নিঃশর্ত দলিল। শিল্পপতিদের জমি দেওয়ার ক্ষেত্রে নতুন নীতি আনছে রাজ্য। এর ফলে জমি নিয়ে শিল্পপতিদের হয়রানি অনেকটাই কমবে। বৃহস্পতিবার ‘ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ডে’র বৈঠকে শিল্পপতিদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘আমাদের অনেক জমি পড়ে আছে। আমরা ঠিক করেছি সেগুলো নিলাম করে দেব। সেখানে কেউ শিল্প করুক, শপিং মল করুক, বাজার করুক–তাদের ব্যাপার। আমরা চেষ্টা করছি একটা নীতি করার। এখনও হয়নি। লিজে জমি না দিয়ে, শিল্পপতিদের ‘ফ্রি হোল্ড ল্যান্ড ডিড’ করে দেব। তাতে একটু বেশি টাকা দিতে হবে ঠিকই কিন্তু ঝামেলা অনেকটাই কমবে। বারবার এখানে ওখানে করতে হবে না’।
আলিপুরের ‘সৌজন্য’ অডিটোরিয়ামে এদিন বৈঠক বসে বোর্ডের। প্রথমেই মুখ্যমন্ত্রী দেউচা পাঁচামির কয়লা ও রানিগঞ্জের গ্যাস প্রকল্পের অগ্রগতির ব্যাপারে অবহিত করেন শিল্পপতিদের। বলেন, ‘দেউচা পাঁচামি নিয়েও আগুন লাগানোর চেষ্টা হয়েছে। প্রশাসন ও কিছু এনজিও-র তৎপরতায় তা সফল হয়নি। কয়লা প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুতের দাম অনেক কমবে’। মুখ্যমন্ত্রী এদিন ল্যান্ড ব্যাঙ্কের কথা মনে করিয়ে দেন শিল্পোদ্যোগীদের। বলেন, ‘সিলিকন ভ্যালির জন্য ১০০ একর দিয়েছিলাম, ফুরিয়ে গিয়েছে। আরও ১০০ একর দেওয়া হয়েছে। তাও ফুরিয়ে গিয়েছে। আরও জমি আজ বরাদ্দ করা হল’। আলিপুরে ১০৮ একর জমিও ল্যান্ডব্যাঙ্ক রয়েছে। কিছু সরকারি প্রকল্প হবে। বাকিটা ছ’টি জোনে ভাগ করে নিলাম করা হবে। এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা মিউজিয়াম হচ্ছে। তার বাইরে ছ’টা জোন চিহ্নিত করা হয়েছে। চারটি জোনে অকশন করা হচ্ছে। ১৫ দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে’।