মঙ্গলবার অনুষ্ঠিত হল আইসিসি-র বার্ষিক সম্মেলন। সেখানেই পরের দু’টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আয়োজন কোথায় করা হবে, জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। লর্ডসেই আয়োজিত হবে ম্যাচ দু’টি। প্রথম বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসেই ছিল। তবে কোভিডের কারণে সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় সাউদাম্পটনে। তাই পরের দু’টি ফাইনাল লর্ডসে রাখা হয়েছে। গত বছর বিশ্ব টেস্ট ফাইনালে ভারত খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ভারতকে আট উইকেটে হারিয়ে প্রথম বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে কিউয়িরা।
পাশাপাশি, আরো একটি বড় ইভেন্টের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড। ২০২৬ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। এই প্রথম মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। এর আগে ২০১৭ সালে এক দিনের বিশ্বকাপ হয়েছিল সে দেশে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বেড়ে ১২ হবে। ম্যাচের সংখ্যাও বেড়ে হবে ৩৩। ২০২৪-এ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। প্রথম বার মহিলাদের বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ। সেটি হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। মোট ২৩টি ম্যাচ খেলা হবে। এ ছাড়া, ২০২৬ সালে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। যদি তারা প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করতে পারে, তবেই তা আয়োজন করতে পারবে। এই প্রথম বার মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে। ফেব্রুয়ারিতে হতে চলা ওই প্রতিযোগিতায় ট্রফির জন্য লড়াই করবে ৬টি দল।
