মধ্যবিত্তের জন্য ফের জোরালো ধাক্কা৷ আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম৷ এক ধাক্কায় আরও ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১০৭৯ টাকা৷ গোটা বিষয়টি নিয়ে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, মোদি সরকার লাগামহীন ভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে। সাধারণ মানুষের বোঝা বাড়িয়ে চলেছে৷ ‘সবকা সাথ, সবকা বিকাশের’ বদলে, সবকা সর্বনাশ করেছে।
এটার বিরুদ্ধে প্রতিবাদ চলবে ওরা কালিপটকা ফাটালেও এন আই এ চাইবে। ওরা দিওয়ালিতে হাওয়াই ছাড়লেও এন আই এ ডাকবে৷ এই পরিস্থিতি ওরা তৈরি করছে৷ কারণ ওদের আর কিছু করার নেই। সেস, সারচার্জ রাজ্যকে তো ভাগ দেয় না। আর বলবে সেস কমাও। রাজ্যের টাকা চলে যাচ্ছে কেন্দ্রের কাছে। সংবিধান মানে না। কেন্দ্র-রাজ্য আলোচনা যা আন্তঃরাজ্য পরিষদের মাধ্যমে হওয়া উচিত তাই করে না৷ বিদেশ থেকে নিজেরা ঋণ নিচ্ছে।
আগেই ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল রান্নার গ্যাসের দাম৷ এতদিন ১০২৯ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছিল৷ আজ থেকে সেই গ্যাসই কিনতে হবে ১০৭৯ টাকায়৷ রান্নার গ্যাসের ভর্তুকিও কার্যত তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার উপরে আবার গ্যাস দিতে এলেই বাড়তি কিছু টাকা দাবি করেন ডেলিভারি দিতে আসা কর্মীরা৷ সবমিলিয়ে আজ থেকে রান্নার গ্যাস নিতে গেলে তাই প্রায় ১১০০ টাকাই গুনতে হবে৷ তবে গার্হস্থ্য ব্যবহারের জন্য ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে৷
১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে ২১৩২ টাকা৷ মাঝে কিছুদিন আকাশ ছুঁয়েছিল রান্নার তেলের দাম৷ সেই দাম কিছুটা কমতে না কমতেই এবার এক ধাক্কায় পঞ্চাশ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে গ্যাসে রান্না করতে গিয়েও হিসেব কষতে হবে মধ্যবিত্তকে৷