ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। ফের বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের দলে নেই ভারতের প্রথম দলের একাধিক ক্রিকেটার। নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। পোর্ট অব স্পেনে হবে সেই ম্যাচগুলি। ২২শে জুলাই প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৪শে জুলাই। শেষ ম্যাচ ২৭শে জুলাই।
প্রসঙ্গত, রোহিত, বিরাট ছাড়াও বিশ্রামে হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থরাও। ধাওয়ান ছাড়াও ওপেনার হিসাবে দলে রয়েছেন শুভমন গিল, ঈশান কিষাণ এবং রুতুরাজ গায়কোয়াড়। দু’বছর পর ফের এক দিনের দলে সুযোগ পেলেন শুভমন। ২০২০ সালে তিনি শেষ বার এক দিনের ম্যাচ খেলেছিলেন। দলে রয়েছেন দীপক হুডাও। সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন রয়েছেন এই দলে। উইকেটরক্ষক হিসাবে দলে ঈশান এবং সঞ্জু। অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর। জাডেজা ছাড়াও স্পিনারদের মধ্যে রয়েছেন যুজবেন্দ্র চাহাল এবং অক্ষর প্যাটেল। দলে নেওয়া হয়েছে চার পেসার। আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহকে নেওয়া হলেও সুযোগ পাননি উমরান মালিক।
এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল :
শিখর ধাওয়ান, শুভমন গিল, ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহ।