এবার রাজধানীর বুকে শপিং ফেস্টিভ্যালের ঘোষণা করে দিল্লীবাসীকে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ প্রধান জানিয়েছেন, আগামী বছর রাজধানী শহরে বসতে চলেছে ভারতের সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল। এক মাস ধরে চলবে এই উৎসব। শুরু হবে ২০২৩ সালের ২৮ জানুয়ারি। মনে করা হচ্ছে, অনলাইনের দাপাদাপিতে যখন কোণঠাসা অফলাইন ব্যবসা, তখন ক্ষুদ্র-মাঝারী ব্যবসায়ীদের উৎসাহ দিতে এবং দিল্লীর অর্থনীতিকে চাঙ্গা করতেই নতুন পরিকল্পনা নিলেন কেজরি।
আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে ৩০ দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল ভারতের সবচেয়ে বড় কেনাকাটার উৎসব বলে তাঁর টুইট বার্তায় জানিয়েছেন কেজরি। আগামী দিনে এই ফেস্টিভ্যাল দুনিয়ার সবচেয়ে বড় শপিং উৎসবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শপিং ফেস্টিভ্যালে যোগদানের জন্য ভারতের পাশাপাশি বিশ্বের লোকদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। কেনাকাটার উপর মিলবে ছাড়ও। আর ফেস্টিভ্যাল উপলক্ষে দিল্লীকেও সাজিয়ে তোলা হবে।
এই ফেস্টিভ্যালের মধ্যে কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন কেজরিওয়াল। হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন। আর দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাতে ফেস্টিভ্যালে আসতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। ফেস্টিভ্যালের দিনগুলিতে বিমান যাত্রীদের যাতে ছাড় দেওয়া নিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি। এক মাস ব্যাপী শপিং ফেস্টিভ্যালে উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানের পাশাপাশি থাকছে গেমসের প্রদর্শনী। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রেতাদের জন্য বিশেষ ফুড ওয়াকের ব্যবস্থাও।