ফের শুভেন্দু অধিকারী তথা বিজেপি কটাক্ষ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর তথা আরএসএসের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও বিধানসভার অলিন্দে বিশেষ অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছিল৷ কিন্তু সেখানে বিজেপির কোনও বিধায়ক যাননি বলে জানা গিয়েছে।
এপ্রসঙ্গে বিমানবাবু বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ওরা রাজনৈতিক গুরু বলে মনে করেন। তারপরও বিধানসভার এই অনুষ্ঠানে ওরা হাজির হন না। সংসদীয় রীতিনীতি এরা মানে না। শুধু যেন রাজ্যপাল কে চিনলেই সবটা হয়ে যাবে! আগে কখনও এমনটা হয়নি। এর আগে সুজন চক্রবর্তী, আব্দুল মান্নানরা সমস্ত কর্মসূচিতে হাজির থাকতেন। কিন্তু এই বিরোধী দলনেতা অথবা বিরোধীদলের সদস্যরা বিধানসভার কোন কর্মসূচিতে থাকেন না। সংসদীয় রীতিনীতির পক্ষে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
উল্লেখ্য, এদিন অধ্যক্ষের বক্তব্যের সময় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢোকেন। কিন্তু দেখা যায়, কর্মসূচীতে না এসে সোজা তার ঘরে চলে যান তিনি৷ এরপরই শুভেন্দুকে একহাত নিয়ে অধ্যক্ষ বলেন, “শুনেছি ওনাদের ঘরে একটা ছোট্ট করে ছবি দিয়ে মালা দিয়েছেন। ওরা যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিজেদের ঘরে বন্দী করে রাখতে চান তাহলে আমাদের কিছু বলার নেই!” একই সঙ্গে, বিধানসভা যে রাজনীতি করার জায়গা নয়, তা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।