সুস্থ নেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। তাঁর চোট গুরুতর। দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লী উড়িয়ে নিয়ে আসা হবে তাঁকে। ভর্তি করা হবে এইমসে।
পরিবার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, রবিবার রাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই পড়ে যান লালুপ্রসাদ। রাতেই তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এক্সরে রিপোর্টে ধরা পড়ে কাঁধের হাড় ভেঙেছে। পিঠেও ভালোমতন চোট পেয়েছেন তিনি।