২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে সফল করতে এ বার অভিনব উদ্যোগ নিল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি অনুযায়ী দলীয় নেতা-মন্ত্রীদের ভিডিওবার্তা তৈরি করে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি রাজ্য কমিটির এক বৈঠকে ২১ জুলাই নিয়ে একটি ভিডিওবার্তা তৈরির বিষয়ে নির্দেশ দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পার্থ নাট্যজগতের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। তৃণমূল যুব কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি থাকাকালীন ১৯৯৩ সালের ২১ জুলাই নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করেছিলেন তিনি। তাঁর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নেতা-মন্ত্রীদের ভিডিওবার্তা তৈরির নির্দেশ দেন অভিষেক।
২১ জুলাই নিয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের বক্তব্য নিয়ে ভিডিয়ো তৈরি করে তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে তুলে ধরা হবে। সেই ভিডিয়ো পোস্ট করতে হবে দলীয় নেতাদের নেটমাধ্যমের অ্যাকাউন্টগুলিতেও। ইতিমধ্যেই নেটমাধ্যমে এই প্রচার শুরু হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সমবায় মন্ত্রী অরূপ রায়, নারী শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা, মৎস্য মন্ত্রী অখিল গিরি, খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির ভিডিও ইতিমধ্যে নেটমাধ্যমে প্রকাশ পেয়েছে। আগামী কয়েক দিনে আরও কয়েক জন শীর্ষ নেতার ভিডিও নেটমাধ্যমের অ্যাকাউন্টগুলিতে ছাড়া হবে। ভিডিওগুলিতে নেতারা ১৯৯৩-এর সেই বিশেষ দিনটিতে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরছেন।