মুসলিম ধর্মগুরুকে গুলি করে খুন করা হল মহারাষ্ট্রে। মৃতের নাম খোয়াজা সৈয়দ চিস্তি। বয়স ৩৫ বছর। জানা গেছে, আফগানিস্তান থেকে এসে নাসিকে থাকতেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গুলি করে খুন করা হয়। তবে এর পিছনে ধর্মীয় কারণ নেই বলে জানিয়েছে পুলিশ।
খোয়াজা সৈয়দ চিস্তিকে স্থানীয়রা সুফি বাবা নামে ডাকত। ধর্মগুরু হিসেবে বেশ জনপ্রিয়তা ছিল তাঁর। মঙ্গলবার তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। তারপর তাঁরই গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে চম্পট দেয় আততায়ীরা।
এই ঘটনায় মূল সন্দেহভাজনের তালিকায় রয়েছে খোয়াজা সৈয়দ চিস্তির গাড়ির চালক। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা তার নাম নিয়েছে।
পুলিশ জানিয়েছে সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, জমি সংক্রান্ত বিবাদের কারণে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। খোয়াজা সৈয়দ চিস্তি আফগানিস্তানের বাসিন্দা, তাই এদেশে তিনি জমি কিনতে পারেননি। স্থানীয়দের মাধ্যমে কিছুটা জমি নিয়েছিলেন, সেই কারণেই খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের।