একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বোন’ বলে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় সাংসদ হলেও একুশের বিধানসভা ভোটে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের চাপে বাংলায় পদ্মশিবিরের হয়ে ভোটপ্রচারে অংশ নেন তিনি। প্রচারে তাঁর রোড শোয়ে রাস্তার ধারে কিছু মানুষের ভিড় দেখা গেলেও বাস্তবে ভোটবাক্সে সেই সমর্থনের ছিটেফোঁটা দেখা যায়নি। এবার তা নিয়ে নিজের হতাশা লুকাতে পারলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে তাঁর রোড শোয়ে ভিড় হলেও ভোটবাক্সে কেন প্রভাব পড়ল না? গত এক বছরে একের পর এক ভোটে বাংলায় কেন শুধুই হারছে বিজেপি? হতাশাগ্রস্ত হয়ে এমনই বিব্রতকর প্রশ্ন করে রাজ্য বিজেপি নেতাদের প্রবল অস্বস্তিতে ফেলেছেন মিঠুন।
এরপরই অবশ্য আগামী দিনে কীভাবে দলের সমর্থন বৃদ্ধি করা উচিত তা নিয়ে ঘরোয়া বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পরামর্শ দেন ‘ডিস্কো ডান্সার’ ছবির নায়ক। তিনি বলেন, ‘বড় জনসভার পরিবর্তে দলের সংগঠন বৃদ্ধিতে ছোট গ্রুপ বৈঠক করুন।’ অন্যদিকে, মিঠুনের এমন প্রশ্ন ঘিরে দলের একাংশ অবশ্য তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। তাঁদের পালটা অভিযোগ, ‘উনি পর্দার মানুষ, একসময় জনপ্রিয় অভিনেতা ছিলেন। তাই ওঁকে দেখতে রাস্তায় ভিড় হলেও তা ভোটের বাক্সে নিয়ে যাওয়ার সংগঠন এখনও তৈরি হয়নি বিজেপির। আর উনি মাঠে ময়দানের রাজনীতির লড়াইয়ের কী বুঝবেন?’