একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে চলছে মুষল পর্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, লোকাল ট্রেন থেকে কলকাতার রাজপথে দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার— নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে দলেরই অন্য অংশকে। একের পর এক পুরভোট, উপনির্বাচনে হারের পর সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বড় চেহারা নিয়েছে। এবার যেমন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে ৮.৩৫ সকালে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই রূপার প্রসঙ্গ উঠতে তিনি বলেন, ‘আমার জানা নেই, কে কোথায় যাবেন, আমরা বড় নেত্রীর খোঁজ খবর রাখি না।’
সাংবাদিকরা দিলীপকে প্রশ্ন করেছিলেন, একুশে জুলাই তৃণমূলের মঞ্চে কি রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা যেতে পারে? এর উত্তরেই তিনি বলেন, ‘সেটা উনি বলতে পারবেন, আমার জানা নেই। কোনও বড় নেতা নেত্রীর খোঁজ খবর রাখি না।’ এখানেই না থেমে রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে দিলীপ বলেন, ‘আমি জানি না আমি কাউকে গালাগালি করি না। যে যাঁর মনের ব্যাপার, তাঁরা ঠিক করেন কোথায় যাবেন, কোথায় থাকবেন, আমরা পার্টিটা করছি। ওটাই মন দিয়ে করি।’ মুকুল-অর্জুনের পর কি এবার তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছেন রূপা গঙ্গোপাধ্যায়? সম্প্রতি রাজনৈতিক মহলে এই জল্পনা তুঙ্গে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের হয়ে সাম্প্রতিক মন্তব্য ঘিরেই জোরদার জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, সম্প্রতি কুণাল ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায়কে একটি বৈঠকে বসতে দেখা যায়। তারপরই এই জল্পনা আরও জোরাল হয়।