সদ্যই সে রাজ্যে ক্ষমতায় এসেছেন তারা। এর মধ্যেই মতানৈক্যের আবির্ভাব? তিনি এখন আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নন, উপ-মুখ্যমন্ত্রী। এই বিষয়টা বোধ হয় কিছুতেই মেনে নিতে পারছেন না দেবেন্দ্র ফডণবিশ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা থেকে এই রকমই ইঙ্গিত মেলে। ভিডিওটিতে দেখা গেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে একটি সাংবাদিক সম্মেলনে কিছু বলতে শুরু করেছেন এবং সঙ্গে সঙ্গে তাঁর মুখের সামনে থেকে মাইক্রোফোনটি কেড়ে নেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশ। তারপর তিনি নিজের বক্তব্য রাখতে শুরু করেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে নানা ধরণের মন্তব্য লেখা শুরু হয়ে যায়।
এপ্রসঙ্গে অনেকই লিখছেন, “নিজের অস্তিত্ব, রাজনৈতিক মতাদর্শকে বিক্রি করে দিলে এরকমই হয়।” আবার কেউ কেউ লিখছেন, “চূড়ান্ত অপমান। কে মুখ্যমন্ত্রী বোঝাই যাচ্ছে না।” কটাক্ষ করেছে বিরোধী দলগুলিও। বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মহারাষ্ট্রের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। উল্লেখ্য, একনাথ শিন্ডের সাথে যৌথ সাংবাদিক বৈঠক করে প্রথমে নতুন মাহারাষ্ট্র সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন ফডনবিশ। কিন্তু তার কয়েক ঘন্টা পরই ভোলবদল করে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। ফডনবিশ প্রথমে রাজি না হলেও শেষপর্যন্ত অমিত শাহ এহং জেপি নাড্ডার অনুরোধেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এমনই জানিয়েছে একাধিক রাজনৈতিক সূত্র।