মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সরকার পতনে যে বিজেপির হাত ছিল তা এখন জলের মতো স্পষ্ট। এবার এর পিছনে আর্থিক লেনদেন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন কোথা থেকে এসেছে এই অর্থ? সেই সূত্রেই তৃণমূল নেত্রীর দাবি, মানুষের হৃদয় জয় করে এ সরকার তৈরি হয়নি। তাই এই সরকার টিকবেও না।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সরকার বদলে গিয়েছে মহারাষ্ট্রে। উদ্ধব ঠাকরেকে সরিয়ে বিজেপির সাহায্যে তাঁর দলেরই বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজনৈতিক মহলে এই পালাবদল নিয়ে যে তরজা চলছে সোমবার তাতে নতুন মাত্রা যোগ করেছেন মমতা। নাম না করেও এই ঘটনার পিছনে আর্থিক লেনদেনের অভিযোগে ঘুরিয়ে বিজেপির দিকেই আঙুল তুলেছেন তিনি। তৃণমূল নেত্রীর প্রশ্ন, ‘মহারাষ্ট্রের বিধায়কদের জন্য আসামে বিলাসবহুল দিনযাপনের ব্যবস্থা করা হয়েছিল, সেই অর্থ কোথা থেকে এসেছে? শুধু টাকাই নয়, আরও অনেক কিছুই দেওয়া হয়েছিল। খোঁজ করে দেখা হোক।’
কলকাতায় একটি অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ দিন নিজের মতামত জানিয়েছেন মমতা। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের মুখ হিসেবে নরেন্দ্র মোদীর বিপরীতে বিরোধীদের মুখ কে, এই প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘উনি (মোদী) কি ঈশ্বর? দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মাননীয়। কিন্তু এমন ভাবে তাঁর কথা বলা হচ্ছে যে তিনি যেন এক জন সুপার হিউম্যান!’ তার পরেই দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দেশের ব্যাঙ্কের অবস্থা কী? শিল্প, কর্মসংস্থানের অবস্থা কী?”এই সূত্রেই ফের পিএম কেয়ার ফান্ডের কথা তুলে আর্থিক অনিয়মের কথা তোলেন তৃণমূল নেত্রী।