তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার নবান্নে কর্মরত পুলিশ কর্মীদের মোবাইল ফোন ব্যবহারে এল নিষেধাজ্ঞার আরোপ। মূলত মোবাইল ফোন জমা দিয়ে অথবা সুইচ অফ করে নবান্নে ডিউটি করতে হবে কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশ কর্মীদের। এমনটাই নির্দেশ জারি হয়েছে বলে জানিয়েছে সূত্র। মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা জারি হয়েছে। যাতে নজরদারির কাজ ভালোভাবে চলে, তার জন্যই এই নিয়ম বলেই অনুমান বিশেষজ্ঞ মহলের।
এর পাশাপাশি, পরিস্থিতি অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের নিরাপত্তা ব্যবস্থা। দেখা হচ্ছে, সেখানে কটা সিসিটিভি রয়েছে, সেগুলি ঠিকমতো কাজ করে কিনা। নবান্নে অনেকগুলি গেট রয়েছে, কোন গেট দিয়ে কারা ঢুকছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যে ভিজিটরসরা আসছেন, তাঁদের নাম, ঠিকানা, পরিচয়পত্র সঠিক ভাবে দেখা হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে এই নিরাপত্তা অভিযানে। নবান্নের লগ-বুক ঠিক করে রাখা হচ্ছে কি না, সেদিকেই কড়া নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, মূলত কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশ, যাঁরা নবান্নের বিভিন্ন ফ্লোরে ডিউটিতে থাকেন, তাদের মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করা হয়েছে। মূলত যারা রেগুলার ডিউটিতে থাকেন, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে। তাঁরা যখন নবান্নে ডিউটিতে ঢুকবেন তখন ফোন জমা দেবেন। যদি কোন বিশেষ প্রয়োজন পড়ে তাহলে উর্ধ্বতন অফিসারের অনুমতি নিয়ে ফোন ব্যবহার করতে পারবেন তাঁর। নবান্ন সূত্রে জানা গিয়েছে এমনটাই।