উইম্বলডনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা। তাঁর সঙ্গী ক্রোয়েশিয়ার মাতে পাভিচ। চতুর্থ বাছাই জুটিকে হারিয়ে দিলেন তাঁরা। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৫। এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া। এবছরই নিজের কেরিয়ারের শেষ উইম্বলডন খেলতে নেমেছেন তিনি। প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়ারা। কোয়ার্টার ফাইনালে তাঁরা খেলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিরুদ্ধে। চতুর্থ বাছাই সেই জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়ারা।
এদিন প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তাঁরা। তৃতীয় সেটে সানিয়াদের রিটার্ন সামলাতে বেগ পেতে হয় ডাবরস্কিদের। সানিয়ারা প্রথম সার্ভের ৭৫ শতাংশ জিতে নেন। দ্বিতীয় সার্ভে জেতেন ৬৫ শতাংশ। পাভিচের শক্তিশালী সার্ভ বিপদে ফেলছিল বিপক্ষকে। অন্যদিকে সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটি পৌঁছবে সেমিফাইনালে। তাঁদেরই মুখোমুখি হবেন সানিয়ারা।