কখনও বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা, কখনও আবার আদিগঙ্গা পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছনোর চেষ্টা। বারবার প্রশ্নের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। এবার, সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়লেন এক সন্দেহভাজন। আর সেই হাসনাবাদের হাফিজুল মোল্লার কাছে নাকি ছিল লোহার রড ! ভয়ঙ্কর এই অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিকের তরফে !
তাঁর অভিযোগ, শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নিচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন হাসনাবাদের হাফিজুল । কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। শনিবার রাত ১টা ২০ নাগাদ গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকেন ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিলেন কনফারেন্স রুমের পিছনে। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় সারা রাজ্যে। মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। সেখানে এত বড় ছিদ্র কীভাবে। কীভাবে চোখ ধুলে দিয়ে এক্কেবারে তাঁর ঘরের কাছে পৌঁছে গেল সন্দেহভাজন?
সকালে তাঁকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেখানে হাই প্রোফাইল সিকিওরিটি জোনে, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে কীভাবে অভিযুক্ত ঢুকে পড়ল? তাহলে কি নিরাপত্তায় বড়সড় কোনও গলদ ছিল? উঠেছে প্রশ্ন।