অতিমারির জন্য ২ বছর স্থগিত ছিল অমরনাথ যাত্রা। তবে করোনার প্রকোপ কমতেই গত মাসের ৩০ তারিখ থেকে ফের শুরু হয়েছে তা। তীর্থযাত্রার শুরুর দিন থেকেই পুণ্যার্থীদের মধ্যে দেখা গিয়েছিল ব্যাপক উৎসাহ। কিন্তু ফের দুঃসংবাদ। যাত্রাশুরুর এক সপ্তাহের মধ্যেই অমরনাথ যাত্রা স্থগিত করা হল।
কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে তীর্থযাত্রীদের পাহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে প্রাকৃতিকভাবে তৈরি বরফ দিয়ে তৈরি শিবলিঙ্গের গুহা মন্দিরের দিকে যেতে দেওয়া হবে না। পবিত্র গুহায় যাত্রা শুরু হয়েছিল দুটি বেস ক্যাম্প থেকে। একটি অনন্তনাগ জেলার পাহেলগামের নুনওয়ান ক্যাম্প এবং গান্দেরবাল জেলার বালতাল ক্যাম্প থেকে। তীর্থযাত্রীদের প্রথম দল গত বৃহস্পতিবার পেহেলগাম বেস ক্যাম্পে পৌঁছেছিল। যাত্রাপথ অত্যন্ত দুর্গম, পাহাড়ি রাস্তা সেই সঙ্গে রয়েহে খারাপ আবহাওয়া। তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই যাত্রা স্তগিত করা হয়েছে।