কেন্দ্র শর্ত না মানলে তামিলনাড়ুকে পৃথক রাষ্ট্র করার দাবিতে আন্দোলনে নামতে পারে ডিএমকে। এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন সে রাজ্যের শাসক দলের বর্ষীয়ান নেতা এ রাজা। স্বাভাবিকভাবেই তাঁর এই হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ছে। সমালোচনায় সরব হয়েছে বিজেপি।
দলের গ্রামীণ জনপ্রতিনিধিদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ রাজা। হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর উপস্থিতিতেই কেন্দ্রের কাছে রাজ্যের স্বায়ত্বশাসন দাবি করেন এ রাজা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ‘দ্রাবিড় আন্দোলনের আইকন পেরিয়ার আমৃত্যু পৃথক রাষ্ট্রের দাবি করে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রী (এম কে স্ট্যালিন) আন্নাদুরাইয়ের পথে চলেন। আমাদের পেরিয়ারে পথে হাঁটতে বাধ্য করবেন না। আলাদা রাজ্যের দাবিতে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা অনুরোধ করছি, আমাদের স্বায়ত্বশাসন দিয়ে দিন’। তিনি আরও বলেন, ‘আমরা অহংকার করে বলছি না। আমরা আবেদন করছি। আমরা পৃথক রাষ্ট্রের দাবি থেকে সরে এসেছি। কিন্তু আমরা স্বায়ত্বশাসন চাইছি’।