হাতে আর বেশিদিন নেই। একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে তাই কোমর বেঁধে নেমে পড়ল তৃণমূল। এবার একুশের প্রচারের বিষয়ে গাইডলাইন বেঁধে দিল শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, তাতে অনেকগুলি বিষয় থাকলেও নজর কাড়ার মতো কয়েকটি রয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, প্রচারে কোনও ব্যক্তির নাম দেওয়া যাবে না। লিখতে হবে সংগঠন ও স্তরের নাম। তৃণমূলের ব্যানার, ফ্লেক্স, হোর্ডিং মানেই তাতে নীচের দিকে বোল্ড ফন্টে লেখা থাকে কোনও না কোনও নেতার নাম। পাশে পদ। কোনও কোনও পাড়ায় একাধিক নেতার নামে এইসব দেখা যায়। অনেকের মতে, নেতারা সেসব দিয়ে এলাকায় শক্তি প্রদর্শন করতে চান। কিন্তু দল বুঝেছে, এতে মানুষের কাছে নেতিবাচক বার্তাই যায়। তাই এবার সেটাকে বন্ধ করতে চাইল কালীঘাট।
অন্যদিকে, নির্দেশিকায় এ-ও বলা হয়েছে যে ফ্লেক্সে বা হোর্ডিংয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও ছবি থাকবে না। অর্থাৎ বিধায়ক, কাউন্সিলর, ব্লক সভাপতি– গুচ্ছ নেতার ছবি দিয়ে দলীয় কর্মসূচির ব্যানার যেন কোনও ভাবেই যাত্রার পোস্টার না হয়ে যায়। এ ব্যাপারে শাসকদল বলেছে, রাজ্যগত ভাবে যে ডিজাইন পাঠানো হবে তাই ছাপাতে হবে। তা ছাড়া বুথ পিছু দুটি করে দেওয়াল লিখন, পথসভা ইত্যাদি করতে বলা হয়েছে। এও বলা হয়েছে, রোজ কোথায় কী কর্মসূচি হচ্ছে তা জেলা সভাপতিকে পাঠাতে হবে। অর্থাৎ ফাঁকিবাজি চলবে না।