নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় উদয়পুরে পেশায় দর্জি কানহাইয়া লালকে গলা কেটে খুন করা হয়। মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, জম্মুতে রিয়াসি এলাকার গ্রামবাসীরা লস্কর-ই-তইবার দুই জঙ্গিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আর এই দুই ক্ষেত্রেই মিলেছে স্পষ্ট বিজেপি যোগ। এ নিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক টুইটে লেখেন, ‘কানহাইয়া লালের কিলার একজন বিজেপি সদস্য, জম্মুতে জঙ্গিদের হদিশ পাওয়া গেল তারা বিজেপির সদস্য, দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেও সিবিআইয়ের হাত থেকে বেঁচে রয়েছে, বিজেপির সদস্যরা।’ এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশে কুণালের প্রশ্ন, বিজেপি কি তবে অপরাধীদের আশ্রয় দিচ্ছে?
