অদ্ভুত ঘটনার সাক্ষী রইল দেশ। যা কার্যত বিরল। সময়ানুবর্তিতা জন্য জন্য সুনাম যে সংস্থার, রবিবার সেই ইন্ডিগোর এয়ারলাইন্সে অধিকাংশ ফ্লাইট সারাদিন চলল দেরিতে। কারণ, ক্রিউয়ের বেশিরভাগ সদস্য ছুটিতে। কারণ হচ্ছে অসুস্থতা! গণহারে ‘সিক লিভ’-এর কারণে ব্যাহত হল পরিষেবা। এত সংখ্যক বিমানের কেন দেরি হয়েছে? তা নিয়ে ইন্ডিগোর রিপোর্ট তলব করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।
সূত্র অনুযায়ী, ইন্ডিগো ক্রিউয়ের এই গণ অসুস্থতার কারণ মূলত এয়ার ইন্ডিয়া। নতুন নিয়োগের জন্য টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস শনিবার ওয়াক-ইন-ইন্টারভিউ আয়োজিত করেছিল। তাতেই অংশ নিতে ইন্ডিগো কর্মীদের একাংশ ‘সিক লিভ- নিয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। করোনা অতিমারীর সময় থেকে বেতন হ্রাসের কারণে কর্মীদের মধ্যে জমাট বেঁধেছিল অসন্তোষ। তাই, অন্যত্র চাকরির সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই।
উল্লেখ্য, প্রতিদিন প্রায় ১,৬০০ টি বিমান চালায় ইন্ডিগো। কিন্তু কর্মী সংকটের কারণে মাত্র ৭২৮ টির মতো বিমান সময় চালাতে পেরেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার ইন্ডিগোর ৪৫.৫ শতাংশ বিমান সঠিক সময় যাত্রা শুরু করেছে। রবিবারও বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি। সোশ্যাল মিডিয়ায় অনেকে সেই অভিযোগও করেছেন। ছড়িয়ে পড়েছে ক্ষোভ।