মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসতে না বসতেই বিপাকে একনাথ শিন্ডে। এবার তাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি বিধায়ক আশীষ সেলার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি অপব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। বম্বে হাইকোর্টে দায়ে হওয়া মামলায় আশীষ সেলার জানিয়েছে, মহারাষ্ট্রে বসবাসকারী পার্সি পরিবারের ছেলে-মেয়েদের ভবিষ্য়তের কথা ভেবে অশীতিপর পার্সি হামাভাই ফ্রামজি পেটিট তাঁর গয়না-সহ অত্য়ন্ত মূল্যবান গহনা বিক্রি করে একটি জমি কিনেছিলেন। জমিতে পার্সি সম্প্রদায়ের অনাথ শিশুদের জন্য একটি স্কুল তৈরির কথা ছিল। জমির কিছু অংশ নিয়ে স্কুল তৈরিও হয়েছিল। জমির বাকি অংশ পরে মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রকের হাতে তুলে দেন।
সেই অংশ শুধুমাত্র পার্সি সম্প্রদায়ের স্বার্থে কাজে লাগানো হবে বলে প্রবীণাকে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই সময় মন্ত্রকের দায়িত্বে ছিলেন একনাথ শিন্ডে। জমি ২.২ একর। সেটা ১৯১৩ সালের ঘটনা। এর ছয় বছরের মাথায় মহারাষ্ট্র নগরোন্নয়ন মন্ত্রক সেই জমিতে তৈরি করে একটি বাজার, বৃদ্ধাবাস। জমির কিছু অংশ ব্যবহার করা হয় খেলাধুলোর জন্য মাঠ হিসেবে। তৈরি করা হয়েছে স্টুডেন্ট হোস্টেল। বিজেপি বিধায়কের দায়ের করা পিটিশনে বলা হয়েছে, অশীতিপর পার্সি প্রবীণার সঙ্গে কার্যত প্রতারণা করা হয়েছে। এই মামলা নিয়ে শিন্ডে যে প্রবল অস্বস্তিতে তা বলাই বাহুল্য। কারণ মামলা দায়ের করেছেন এক বিজেপি বিধায়ক। যেই বিজেপির হাত ধরে সরকার গড়েছেন তিনি।