এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের রাজনৈতিক দলগুলির বিচারলয়ের প্রতি দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করলেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। বর্তমানে ইউরোপ ও আমেরিকা সফর করছেন তিনি। আর তারই মধ্যে সানফ্রান্সিসকোতে অনাবাসী ভারতীয়দের একটি সভায়, ভারতে শাসকদল সর্বদা চায় বিচারালয় তাদের সব সিদ্ধান্ত, পদক্ষেপে সিলমোহর দিক। অন্যদিকে, বিরোধী দল গুলি প্রত্যাশা করে আদালত তাদের বক্তব্যকে মান্যতা দিক। দুর্ভাগ্য যে এমন ধারণা বয়ে বেড়ায় দলগুলি।
শুক্রবারের ওই সভায় প্রধান বিচারপতি আরও বলেন, এই বছর আমরা স্বাধীনতার ৭৫ তম এবং প্রজাতন্ত্রের ৭২ বছর পূর্ণ করছি। এই সময় কিছুটা দুঃখের সঙ্গে আমি বলতে চাই যে আমরা এখনও প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ভূমিকা এবং কর্তব্য পুরোপুরি উপলব্ধি করতে শিখিনি। ক্ষমতায় থাকা দলটি বিশ্বাস করে যে সরকারের প্রতিটি পদক্ষেপেরই বিচার বিভাগের অনুমোদন পাওয়ার অধিকার রয়েছে। প্রধান বিচারপতির মতে, এর প্রধান কারণ, সাধারণ মানুষের মধ্যে সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অজ্ঞতা বিরাজ করছে। তারা এমন ভাবধারার সংস্পর্শে আসছে যাদের লক্ষ্য একমাত্র স্বাধীন সংস্থা বিচার বিভাগকে ধ্বংস করা। তাঁর কথায়, এটা খেয়াল রাখতে হবে বিচারালয় শুধুই সংবিধানের কাছে দায়বদ্ধ।