নির্ঘন্ট সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তারপর থেকে অনবরত বৃষ্টি। সেই একটানা বৃষ্টিতে নাকাল জলপাইগুড়ি। ব্লকের পর ব্লকের জলমগ্ন। বৃষ্টি-বজ্রপাতের মধ্যেই শুক্রবার মাঝরাতে ভূমিকম্প হল জলপাইগুড়িতে। কম্পনে কেঁপে উঠল বাড়িঘর। আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন মানুষজন। স্থানীয়রা বলছেন, ঠিক রাত ১২টা নাগাদ জোরালো কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে বাড়িঘর। কম্পনের পরে আফটার শক ছিল কিছুক্ষণ। আবার কম্পন হতে পারে এই আশঙ্কায় গভীর রাত অবধি রাস্তাতেই ছিলেন বহু মানুষ। আবহাওয়া দফতর জানাচ্ছে, রাত ১১টা বেজে ৫৯ মিনিটে কম্পন অনুভূত হয়৷
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩৷ ভূমিকম্পের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু৷ ভূমিকম্পের কেন্দ্র ভূগর্ভ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল৷ কম্পনের মাত্রা খুব বেশি না হলেও প্রচণ্ড বজ্রপাত এবং বৃষ্টির মধ্যে মৃদু কম্পনেও আতঙ্ক ছড়ায়৷ জেলার সব ব্লকেই কম্পন টের পাওয়া গেছে বলে খবর। প্রাথমিক ভাবে ভূমিকম্পের জেরে প্রাণহানি অথবা বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু বোঝার আগের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। জলপাইগুড়ির তিস্তায় অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে।