রানওয়েতে সমস্যার কারণে বহুদিন বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তারপর রানওয়ে মেরামত করা হয়। কিন্তু, বর্ষা আসতেই প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার জেরে দিনের পর দিন বিমান বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে এর জেরে প্রচুর মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বাণিজ্যিক ক্ষতির ফলে সমস্যায় পড়তে হচ্ছে বিমান সংস্থাগুলিকেও। এ নিয়ে এবার কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতাকে চিঠিতে ক্ষোভ উগড়ে দিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। জানা গিয়েছে, দেশের অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন শংকর।
সেই চিঠিতে দলীয় নেতাদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করে শংকর জানিয়েছেন, বাগডোগরা বিমান বন্দরে রানওয়ের আইএলএস সিস্টেম নিয়মিত দেখভাল হয় না। এছাড়া একটি রানওয়েতে কিছু আলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। যার জেরে সমস্যা বাড়ছে। ফলে সেগুলি যাতে তাড়তাড়ি মেরামত করা যায় সেই আবেদন চিঠিতে জানিয়েছেন তিনি। ক্ষুব্ধ বিজেপি বিধায়ক বলেন, ‘বাগডোগরা বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। এই বিমানবন্দরের উপরে আশপাশের বেশকিছু রাজ্যের মানুষ নির্ভরশীল। ফলে সমস্যার যাতে সমাধান হয় সেকারণে চিঠি দেওয়া হয়েছে।’