এবার দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জানালেন, যথেষ্ট ভীত তিনি। অমর্ত্যবাবু বলেন, “আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমি ভয় পাচ্ছি কিনা তাহলে বলব, হ্যাঁ। ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ভয় পাওয়ার মতোই।” পাশাপাশি তাঁর কথায়, “আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। এই দেশ ঐতিহাসিক ভাবেই উদার। এখানে কোনও বিভাজন চাই না।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকে প্রতীচী ট্রাস্টের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অমর্ত্য সেন। সেখানেই এমন কথা বলতে শোনা গেল তাঁকে। সেই সঙ্গে দেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তিনি। তিনি বলেন, “ভারত কেবল হিন্দুদের দেশ নয়। আবার কেবল মুসলিমদেরও নয়। সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে এখানে।” উক্ত অনুষ্ঠানে দীর্ঘ সময় বক্তব্য রাখেন তিনি। মনে করিয়ে দেন, বেদের যুগে অঙ্কের পারদর্শিতার কথা। প্রসঙ্গ তোলেন অল-বিরুনিদেরও। এই ভাবেই দেশের আবহমান ঐতিহ্য ও গৌরবের কথা তুলে সকলকে একতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তাই দিলেন বর্ষীয়ান অর্থনীতিবিদ।
পাশাপাশি, শুক্রবার অমর্ত্য সেনের মন্তব্যের সমর্থনে মুখ খুলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। “অমর্ত্য সেন ঠিক বলেছেন। বিচার ব্যবস্থা নিয়ে সঠিক কথা বলেছেন। ওনার উপলব্ধির কথা বলেছেন। উনিও ওঁর জায়গা থেকে উপলব্ধি করতে পারছেন প্রত্যেকের নিজস্ব এক্তিয়ার আছে। সংবিধানের পরিকাঠামোয় সে কথা বলা আছে। তবে যেভাবে বিচার ব্যবস্থা সক্রিয় হচ্ছে পরিষদীয় কাজে তাতে আমি অত্যন্ত চিন্তিত। এটা চিন্তার ব্যাপার”, জানান বিমানবাবু।