নবীকে নিয়ে তাঁর বেফাঁস মন্তব্যের জেরে তোলপাড় সারা দেশ। এখনও জ্বলছে ক্ষোভের আগুন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর দিল্লীতে সরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে তাঁকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। আর্জি খারিজ করে দিয়ে নূপুরকে হাই কোর্টে যেতে বলেছেন বিচারপতি। পাশাপাশি, দিল্লী পুলিশকেও কড়া ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে তারা কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।
কী কী বলল সুপ্রিম কোর্ট? দেখে নেওয়া যাক এক নজরে :
১) উদয়পুরের নৃশংস ঘটনার জন্য দায়ী নুপূরের অবিবেচক মন্তব্য।
২) নুপূরের মন্তব্য মানুষের আবেগ উসকে দেবার মতোই।
৩) নুপূর যেন গণমাধ্যমে পুরো দেশের কাছে ক্ষমা চেয়ে নেন।
৪) নুপূর ক্ষমা চাইতেও দেরি করছেন।
৫) নুপূরের মতো মানুষেরা অবিবেচক মন্তব্য করে হিংসায় ইন্ধন জোগান।
৬) দেশে সম্প্রতি যা যা হিংসাত্মক ঘটনা ঘটছে, তার জন্য দায়ী নুপূর।
৭) সারা দেশে আগুন জ্বালিয়েছে নুপূরের মন্তব্য।
৮) নুপূরের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। নুপূর নিজেই নিরাপত্তার জন্য বিপদ হয়ে উঠছেন।
৯) রাজনৈতিক দলের মুখপাত্র হলেই যখন যা ইচ্ছে, বলা যায় না।
১০) নুপূরের মাথায় ক্ষমতার দম্ভ চড়ে বসেছে।