ইসলাম-প্রবর্তক হজরত মহম্মদকে নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন বিজেপি মুখপাত্র নুপূর শর্মা। এরপর দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলতে সময় লাগেনি একেবারেই। একাধিক এলাকায় ছড়িয়েছে হিংসার উত্তাপ। যার সাম্প্রতিকতম উদাহরণ উদয়পুরের নৃশংস ঘটনা। সারা ভারতে তৈরি হওয়া এহেন ভয়াবহ পরিস্থিতির জন্য এবার সরাসরি নুপূরকেই দায়ী করল শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্তের এজলাস জানিয়েছে, বিজেপি নেত্রীর ওই মন্তব্যের জন্যই সারা দেশে হিংসার আঁচ ছড়িয়েছে। কোনওভাবেই এই দায় এড়াতে পারেন না নুপূর। ওই মন্তব্যের জেরে তৈরি হওয়া পরিস্থিতির নিরিখে নূপুর শর্মা নিরাপত্তা চেয়েছেন। এই বিষয়ে বিচারপতি প্রশ্ন তুলেছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন দেখেই নিরাপত্তা চাইছেন নুপূর? “আদালতের মুখ খোলাতে বাধ্য করবেন না। আমরা সব দেখেছি”, ধৈর্য্য হারিয়ে এমনই বলেন বিচারপতি সূর্য কান্ত।
উল্লেখ্য, এর পাশাপাশি ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকটি বৈদ্যুতিন মাধ্যমে তথাকথিত প্যানেল ডিসকাশন নিয়েও তাদের একহাত নিয়েছে বেঞ্চ। প্রবল ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রের দিল্লী পুলিশও। বিজেপি নেত্রী ওই মন্তব্যকে ইস্যু করে বেশ কয়েকটি টিভি চ্যানেল দিনের পর পর প্যানেল ডিসকাশন চালায়। বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, “ওই ঘটনার পর দিল্লি পুলিশের ভূমিকা কী ছিল, সেটা আমরা দেখেছি। দেখেছি কতিপয় টিভি চ্যানেলের প্যানেল ডিসকাশন। বিচারাধীন বিষয়ে কোন আক্কালে কতিপয় টিভি চ্যানেল ঘটা করে প্যানেল ডিসকাশন করে।” আর নূপুরের বেফাঁস মন্তব্য নিয়ে ফের তাঁকে তোপ দেগেছেন বিচারপতি। “উনি দলের মুখপাত্র হতেই পারেন। তার মানে যা ইচ্ছে বলার অধিকার রয়েছেন নাকি?” প্রশ্ন সূর্য কান্তের।