মনোনয়ন জমা দিয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ফোন করলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন চেয়েই এই ফোন করেছেন বলে জানা গেছে।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রথম সারির নেতাদের উপস্থিতিতে মনোনয়ন জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। অন্যদিকে অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার অন্যতম সদস্য যশবন্ত সিনহাকে বেছে নিয়েছে বিরোধী শিবির।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এদিন দ্রৌপদী ফোন করে সনিয়া, মমতাদের কাছে তাঁকে সমর্থন করার আবেদন করেছেন। এবং সৌজন্যের খাতিরে সকলেই দ্রৌপদীকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিজ্ঞমহলের কথায়, বিরোধীদের ভোট কোন প্রার্থীর দিকে যাবে তা সাদা চোখে পরিষ্কার। কিন্তু, নির্বাচনের আগে সৌজন্যমূলক এই ফোন অত্যন্ত প্রাসঙ্গিক।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি নিজের রাজ্যের ক্ষমতাসীন বিজেডি-র সমর্থন পাবেন কিনা জিজ্ঞাসা করা হলে দ্রৌপদী মুর্মু বলেন, ‘আমি উড়িষ্যা বিধানসভার সমস্ত সদস্য এবং সাংসদদের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী’। দ্রৌপদী আরও বলেন, ‘আমি মাটির মেয়ে। একজন ওড়িয়া হিসাবে আমাকে সমর্থন করার জন্য সকল সদস্যকে অনুরোধ করার অধিকার আমার আছে’।