পরিস্থিতি আগেই রাজ্যের বিজেপি সরকারের হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। লাগাতার বৃষ্টির জেরে এবার আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে আসামের বন্যা পরিস্থিতি। যার ফলে অব্যাহত মৃত্যু মিছিলও। গত ২৪ ঘণ্টায় চার শিশু-সহ আরও ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটল উত্তর-পূর্বের এই রাজ্যে।
এ নিয়ে চলতি বছরে অসমে বন্যা পরিস্থিতি ও ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। জানা গিয়েছে, হোজাই জেলায় চার জনের মৃত্যু হয়েছে। কামরূপে মৃত্যু হয়েছে দু’জনের। বরপেটা, নলবাড়িতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪.৭ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ৩২টি জেলার চার হাজার ৯৪১টি গ্রাম বিধ্বস্ত। বেশ কয়েকজন নিখোঁজ বলে খবর।