অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের দৌরাত্ম্য বেড়েই চলেছে মার্কিন মুলুকে। কিছুদিন আগেই যেমন টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুকবাজের নিশানার মুখে পড়তে হয়েছিল খুদে পড়ুয়াদের। মৃত্যু হয়েছিল ১৯ জন পড়ুয়া সহ ২১ জনের। তার পরপরই ওকলাহোমার তুলসায় হাসপাতালে বন্দুকবাজের গুলিতে চার জন মারা যান। তারপর উত্তর ওয়াশিংটনের ইউ স্ট্রিটেও এক মিউজিক কনসার্টে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় এক নাবালকের। এবার ফের আমেরিকায় বন্দুকবাজের দাপট। এবারের ঘটনাস্থল সান ফ্রান্সিসকো। সেখানেই চলন্ত ট্রেনে চলল গুলি। যার ফলে একজনের মৃত্যু হয়েছে। জখম আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ফেরার বন্দুকবাজ।
আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল সান ফ্রান্সিসকোর মিউনি ট্রেনে হামলা চালায় বন্দুকবাজ। সকালে ট্রেনটি ছেড়েছিল মিউনি ফরেস্ট হিল স্টেশন থেকে। গন্তব্য ছিল কাস্ট্রো। গন্তব্যে পৌঁছনোর পর পুলিশ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দেখা যায় একজনের মৃত্যু হয়েছে। অপরজন গুরুতর চোট পেলেও প্রাণহানির আশঙ্কা নেই। কাস্ট্রো স্টেশনে নেমে গা ঢাকা দিয়েছে হামলাকারী। তার নাম, পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ব্যক্তি এবং বন্দুকবাজ একে অপরের পূর্ব পরিচিত। দুজনের মধ্যে আগে থেকেই সমস্যা চলছিল। সেই সূত্র ধরেই ট্রেনে উঠে গুলি চালায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।