২০২৫-এর মধ্যে ভারতীয় অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার স্বপ্ন ফেরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর রিপোর্টে চুপসে গেল সেই স্বপ্নের গ্যাসবেলুন। আইএমএফ মোদী সরকারকে আকাশ থেকে বাস্তবের মাটিতে নামিয়ে এনে বলেছে, ভারতের এত বড় অর্থনীতি হতে এখনও অনেক সময় লাগবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন মোদী। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই এই ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু করোনার জেরে অর্থনীতি প্রায় কোমায় চলে গিয়েছে। ফলে মাত্র ৩ বছরের মধ্যে তার পক্ষে এই বিশাল লাফ দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুসারে, আইএমএফ যে তথ্য প্রকাশ করেছে তাতে ২০২৯ সালের মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আইএমএফ-এর তথ্য অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যে ৪.৯২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জনে নির্ধারিত সময়ের থেকে ৪ বছর বিলম্ব হবে। যদিও এই প্রসঙ্গে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি অনন্ত নাগেশ্বরন চলতি বছরের ফেব্রুয়ারিতে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। তাঁর মতে, যদি ৮ থেকে ৯ শতাংশ বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে ভারত এই সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে।