চলতি সপ্তাহে তৃণমূলের নয়া কার্যালয়ের উদ্বোধনে নিজেই তাঁর জেলা সফরের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঘূর্ণিঝড়ের ‘অশনি’ সংকেত মিলতেই এবার দলীয় ও প্রশাসনিক সভার সূচি বদল হল তাঁর। মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা এবং দলীয় সভার দিন বদল করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। কবে হবে মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রশাসনিক ও দলীয় সভা? ঘোষণা হয়েছে তার নতুন দিনক্ষণও। কার্যত প্রায় এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে সেই সফর।
বাংলার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘অশনি’র সংকেত স্পষ্ট হচ্ছে। বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিপর্যয় মোকাবিলায় আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এই প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতির কারণে ১০ ও ১১ তারিখের বদলে মমতা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাবেন আগামী ১৭, ১৮ এবং ১৯ তারিখ। দুই জেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন ১৯ তারিখ রাতে। সূত্রের খবর, সরকারি স্তরে এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে।
